হবিগঞ্জের বাহুবলে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট-৩৬ জুলাই ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসা মোহাম্মদ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম । বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর ডাক্তার সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ ফারুকী, অধ্যক্ষ আব্দুর রব শাহীন, এম শামছদ্দিন, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাজিদুর রহমান, টিপু সুলতান জাহাঙ্গীর, মিয়া মোহাম্মদ সিজিল, তোফায়েল আহমেদ, সুজন মিয়, নবীর হোসেন হৃদয়, লিটন মিয়া ও হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।