মোঃ কাইয়ুম বাদশাহ মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা কর্তৃক নিবন্ধিত মধ্যনগর উপজেলার যানবাহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত মধ্যনগর শ্রমিক ইউনিয়ন উপ-পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে কমিটির অনুলিপি জমা দিয়েছেন বুধবার (৭ জুলাই) দুপুরে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় ও থানা অফিসার ইনচার্জ মোঃ মনিবুর রহমানের কার্যালয়ে ২০২৪-২০২৭ মেয়াদী ৯ সদস্যের যানবাহন মালিক সমিতি এবং ২০২৫-২০২৮ মেয়াদী ৭ সদস্যের শ্রমিক ইউনিয়নের কাগজপত্র হস্তান্তর করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ট্রাফিক শৃঙ্খলা ও যাত্রীসেবার মান উন্নয়নে সহযোগিতা কামনা করা হয়।অনুষ্ঠানে মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ রনি হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন, কোষাধ্যক্ষ সুকুমার দাস, সাইফুল ইসলাম, আবুল হোসেন, গোপেন্দ্র সরকার, রফিকুল ইসলাম, চন্দন সরকার ও শফিকুল ইসলাম (শফিক)।এছাড়া শ্রমিক ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ এলাহী, কোষাধ্যক্ষ আনন্দ দাস, মোঃ মোকলেছ মিয়া, জিলু রহমান, সুহেল মিয়া ও আবেদ আলী প্রমুখ।শেষে দুই কমিটির নেতৃবৃন্দের মধ্যে সৌজন্য মতবিনিময় ও মিষ্টিমুখ অনুষ্ঠিত হয়। তারা যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দেন