সৈয়দ সময় , নেত্রকোনা :
দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত নেত্রকোনা সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে । সম্মেলনকে কেন্দ্র করে কাউন্সিলর ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ লক্ষ্য করা গেছে । জাতীয়তাবাদী রাজনীতিতে নেত্রকোনা জেলা শহর ও সদর উপজেলার বিশেষ গুরুত্ব রয়েছে ।১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে নেত্রকোনা সদর উপজেলা গঠিত । মোট ৮৫২ জন কাউন্সিলর ১১ আগষ্ট দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে সদর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন ।সম্মেলন উপলক্ষে ৭ আগষ্ট সকালে আমতলা ইউনিয়ন ও বিকেলে কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন বাজারে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । আমতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: লুৎফর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপি’রসাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান নূরু । বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামছুল আলম মারুফ , জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মশিউর রহমান খান মশু ,আমতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিউল্লাহ শফি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন , নেত্রকোনা জেলা বিএনপি’র সাধারণ সভাপতি এডভোকেট নূরুজ্জামান নূরু , জেলা বিএনপি’র সদস্য মুখলেছুর রহমান খান , জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মশিউর রহমান খান , আমতলা ইউনিয়ন কাউন্সিলর ও কৃষক দলের সভাপতি নুরুল ইসলাম, কাউন্সিলর মিজানুর রহমান মজনু, মোজাম্মেল হক ,আলম মিয়া প্রমুখ ।বক্তারা বলেন, আগ্রহী ১১ আগষ্ট দ্বি-বার্ষিক সম্মেলন কে সফল করতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন । সভাপতি প্রার্থী মো, মজিবুর রহমান খান বলেন , শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় হই । বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য তৃণমূলে গণসংযোগ চালিয়ে যাচ্ছি এবং আমি সভাপতি প্রার্থী হিসেবে সকলের ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করি