প্রথমবারের মতো নওগাঁয় অনুষ্ঠিত দু’ দিনব্যাপী বাংলা ইশারা ভাষা শীর্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে। নওগাঁ জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছিলো। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দু’ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন হয়। গত বুধবার এই প্রশিক্ষণ শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে। নওগাঁ সদর উপজেলা মিনি অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথির সভাপতিত্বে বুধবার সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এবং বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় অংগ্রহণকারীদের মাঝে সনদপত্র তুলে দেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনুল আবেদীন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন উপজেলার ৫২জন বাক প্রতিবন্ধী ব্যক্তি, জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি প্রমুখ অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী সমাজ সেবা অধিদপ্তরের ইশারা ভাষার শিক্ষক সায়েম খাঁন ও বিটিভির ইশারা ভাষার সংবাদ উপস্থাপক মোঃ আরিফুল ইসলাম।এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন কথা বলতে না পারা সমাজের অসহায় মানুষদের জন্য এই ইশারা ভাষা শেখার কোন বিকল্প নেই। বাকপ্রতিবন্ধীদের যোগাযোগের একমাত্র উপায় হচ্ছে এই ইশারা ভাষা। সমাজের স্বাভাবিক মানুষদের সঙ্গে কথা বলতে না পারা মানুষদের মেলবন্ধনের একমাত্র উপায় হচ্ছে এই ইশারা ভাষা। তাই এই ইশারা ভাষা সকল মানুষদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতেও এমন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আরো বড় পরিসরে প্রশিক্ষণের আয়োজন করার আশ্বাস প্রদান করেন এই কর্মকর্তা।