সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনা সদর উপজেলা বিএনপি’র বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ আগামী ১১ আগস্ট হতে যাচ্ছে। সম্মেলনের মঞ্চে এবার তৃণমূল থেকে উঠে আসা, সংগঠনের অক্লান্ত যোদ্ধা, মানবিক গুণাবলীর আলোকবর্তিকা তাজ উদ্দিন ফারাস সেন্টু সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্রবিন্দু।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেন্টু ফারাস কেবল একজন প্রার্থী নন তিনি মাঠের লড়াকু সৈনিক, যিনি একই সঙ্গে সংগঠন, খেলাধুলা ও সমাজসেবায় নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।রাজনীতি ও সংগঠনে এক স্বর্ণালী যাত্রা তাজ উদ্দিন ফারাস সেন্টুর রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্র রাজনীতি থেকে। সাফল্যের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক খেলাধুলা সম্পাদক পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক জেলা বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক আবু আব্বাস ডিগ্রী কলেজের সদস্য মদনপুর হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহ.) পবিত্র মাজার কমিটির সদস্য বর্তমানে তিনি মদনপুর হযরত শাহ্ সুলতান কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও নেত্রকোনা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক। রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গনেও রেখেছেন দৃপ্ত পদচিহ্ন দক্ষ টেনিস ও ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচিত।ফুটবল প্রতীকের জোয়ার সম্মেলন ঘিরে নেত্রকোনায় এখন একটাই স্লোগান“সাধারণ সম্পাদক চাই, যাকে মাঠে পাওয়া যায়!”তৃণমূল নেতাকর্মীরা বলছেন ফ্যাসিস্ট সরকারের পতনের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে, ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে সেন্টু ফারাস ইতিমধ্যেই সুসংগঠিত প্রস্তুতি সম্পন্ন করেছেন।অঙ্গীকার ও আহ্বান তাজ উদ্দিন ফারাস সেন্টু আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন,
নেত্রকোনার রাজনীতিতে এই সম্মেলন শুধু নেতৃত্বের লড়াই নয়, এটি একটি প্রজন্মের স্বপ্ন, সংগঠনের পুনর্জাগরণের শপথ। তাজ উদ্দিন ফারাস সেন্টু শুধু নাম নয়, তৃণমূলের আস্থা ও পরিবর্তনের প্রতীক।