
ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের সম্পদপুর গ্রামের রক্ষাকালী মন্দিরের সামনে গফুরে খালে ইজারাবিহীন সরকারি অনুমোদন/অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে পৃথক ০১টি ইঞ্জিন চালিত স্টিলবডি ট্রলার নৌকা সহ ৮ জনকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। ১১/০৮/২০২৫খ্রি: তারিখ সোমবার সকাল ১১.৪৫ মিনিটের সময় মধ্যনগর থানায় আনে আসামী-১মোঃতফছির হোসেন(২৬),পিতা-গোলাপ নূর,২।মোঃনেকবর আলী(২০),পিতা-মোঃ ইউছুব আলী,৩।মোঃ সম্রাট হোসেন(২১),পিতা-মোঃ জহুর আলী,৪।মোঃ মফিজ আলী(২৫),পিতা-আহাদ আলী,৫।মোঃ মুক্তার আলী(১৯),পিতা-মোঃ নুরুল হক,৬। মোঃ কাউছার আলী(২৩),পিতা-মোঃ শুক্কুর আলী,৭। মোঃ শহর আলী(২০),পিতা-মোঃশুক্কুর আলী,সর্ব সাং-রতনপুর,৮। মোঃ শাহানুর(২০),পিতা-আছিম উদ্দিন,সাং-কলাগাঁও,সর্বথানা-তাহিরপুর তাদের বিরুদ্ধে মধ্যনগর থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা হয়েছে। মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিবুর রহমান বলেন, একটি স্টিল বডি ইঞ্জিন চালিত নৌকা সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।