অনলাইন ডেস্ক :
সুনামগঞ্জের হাওর এলাকায় প্রতি বছর প্রায় ৭০% এলাকা প্লাবিত হওয়ায় পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় বড় বাধা পড়ে। ২০-২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৬০% বাল্যবিবাহিত। দূষিত পানি ও অপর্যাপ্ত স্যানিটেশনে কিশোরীদের ৩৫% অনিয়মিত মাসিক ও ইউরিন সংক্রমণে ভোগেন।৭ আগস্ট সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পের আওতায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) ও জলবায়ু সহনশীলতা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনএফপিএ ও সুইডিশ সহযোগিতায় সিরাক-বাংলাদেশ বাস্তবায়ন করছে এই কর্মশালা।সুনামগঞ্জের ৩০ তরুণ প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা ও প্রস্তাবনা তুলে ধরেন। স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগকালীন সেবা, জলবায়ু ঝুঁকি ও প্রতিবন্ধী তরুণদের অধিকার নিয়ে আলোচনা হয়।সিরাক-বাংলাদেশের পরিচালক এস এম সৈকত বলেন, “তরুণদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এখনই কাজ করা প্রয়োজন।”পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক বলেন, “বন্যা ও জলাবদ্ধতার কারণে শিক্ষা ও বাল্যবিবাহের সমস্যা বেড়েছে।”পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. নিয়াজুর রহমান বলেন, “হাওর অঞ্চলের ভিন্ন মৌসুমের চাহিদা বিবেচনায় পরিকল্পনা প্রয়োজন।”কর্মশালায় তরুণরা কাঠামোবদ্ধ প্রশ্নপত্রে মতামত প্রদান করে নীতিমালা সংশোধনের সুপারিশ প্রদান করেন