অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ জরুরি অবস্থা’ ঘোষণা করে স্থানীয় পুলিশের নিয়ন্ত্রণ নিয়ে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এ পদক্ষেপকে বাসিন্দারা তাদের অধিকার খর্ব করার অভিযোগে তীব্রভাবে সমালোচনা করেছেন।সোমবার (১১ আগস্ট) ঘোষণার পর হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় শত শত বিক্ষোভকারী “বু” ধ্বনি দিয়ে প্রতিবাদ জানান। পেন্টাগন জানিয়েছে, এদিন মোট ৮০০ ন্যাশনাল গার্ড সদস্য সক্রিয় করা হয়েছে, যার মধ্যে ১০০ থেকে ২০০ জন আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করবে।ফ্রি ডিসি নামক স্থানীয় অধিকার আন্দোলন সংগঠনের নির্বাহী পরিচালক কেয়া চ্যাটার্জি আল জাজিরাকে বলেন, “এটি কেবল নজিরবিহীন বা অস্বাভাবিক নয়, এটি সরাসরি স্বৈরতন্ত্র।” তিনি অভিযোগ করেন, ট্রাম্পের এ পদক্ষেপ দীর্ঘদিন ধরে উপেক্ষিত ডিসি বাসিন্দাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের ওপর বড় ধরনের আঘাত।ট্রাম্প প্রশাসন বলছে, এ উদ্যোগ অপরাধ নিয়ন্ত্রণের জন্য জরুরি; তবে সমালোচকরা মনে করছেন, এটি মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি ক্ষমতা দখলের চেষ্টা।
সূত্র: আল জাজিরা, সংবাদ মাধ্যম