
সাজিদুর রহমান, বাহুবল হবিগঞ্জ প্রতিনিধি।
হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুরের সন্নিকটে আকিজ কোম্পানির সামনে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক ও মিতালি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ১৫ যাত্রীসহ ট্রাকের হেলপার আহত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৬টার দিকে দূর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার আকিজ কোম্পানির সামনে বুধবার সকালে ঢাকাগামী পাথর বোঝাই (ঢাকামেট্রো ট -১৫-১৪১৮) ট্রাক ও সিলেটগামী মিতালি পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৬৮৩২) বাস মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীসহ প্রায় ১৫ জন আহত হয়েছে।বাহুবল মডেল থানার অফিসার ইনর্চাজ জাহিদুল ইসলাম জানান, দূর্ঘটনা কবলিত ট্রাক ও বাস হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।