মোঃ রাজীব আহসান মান্নু , শিবালয়( মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে এক সেবা গ্রহীতাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী শিউলি আক্তার ১০ আগস্ট জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। শিউলি আক্তার শিবালয় উপজেলার কাতরাসিন গ্রামের আ:সালামের স্ত্রী।অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৬ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে নিজের বসতবাড়ির রাস্তা সংক্রান্ত বিষয়ে একটি দরখাস্ত নিয়ে স্বামীকে সঙ্গে করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে সালাম দেওয়ার পর ইউএনও তাদের বসতে না বলে সোজা হয়ে দাঁড়াতে নির্দেশ দেন।এরপর উথলী ইউনিয়ন পরিষদের সচিব গোলাম মোস্তফা রুমে প্রবেশ করে ইউএনওকে মোবাইলে একটি ছবি দেখান। ইউএনও ছবিটি দেখিয়ে শিউলি আক্তারকে জিজ্ঞাসা করেন এটি তাদের বাড়ির সামনের রাস্তা কি না। তিনি ছবি চিহ্নিত করে রাস্তার বর্ণনা দেওয়ার চেষ্টা করলে ইউএনও তাকে ‘পান খেয়েছেন’ বলে কটূক্তি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।শিউলি আক্তার রুম থেকে বের হতে গেলে ইউএনও টেবিল থেকে তার দিকে কিছু নিক্ষেপ করেন এবং দরজার কাছে গিয়ে পিছনের দিকে তাকালে তিনি আমাকে বলেন‘যা এখান থেকে বের হয়ে যা’ বলে তাড়িয়ে দেন। তিনি ও তার স্বামী সেখান থেকে ভয়ে চলে আসেন।শিউলি আক্তারের সাথে কথা বললে তিনি বলেন,এই অফিসার শুধু আমাকে অপমান করেন নাই,ইতিপূর্বেও অনেকেই এখান থেকে লাঞ্ছিত হয়ে ফিরে যেতে হয়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয়,তার অফিসে সিসিটিভি আছে, ফুটেজ দেখেন আমি মিথ্যা বলেছি কিনা।এই বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সাথে কথা বললে তিনি জনান, ওই মহিলা আমার গা ঘেঁষে কথা বলতেছিল বিধাই তাকে দূরে সরে যেতে বলেছি। তাকে আমি কোন গালাগালি করি নাই তার স্বামীকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি।মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক ড: মানোয়ার হোসেন মোল্লার সাথে কথা বললে তিনি জানান, ভুক্তভোগী অভিযোগ দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব