নেশায় আসক্ত,হতাশা ও আর্থিক অনটনের কারণে
দিনাজপুরের ঘোড়াঘাটে শরিফুল ইসলাম(৪২) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের উদয়ধুল গ্রামের নিজ ঘড় থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের পালক ছেলে।
ওয়ার্ড মেম্বার ছামসুল হক ও নিহতের পরিবার জানায়,শরিফুল একজন ভ্যান চালক ছিল।সে প্রতিনিয়ত মাদক সেবন করতো।মাদকের টাকা ও সংসার চালাতে গিয়ে সে অনেক ঋণগ্রস্ত হয়ে যায়।সেই দিনও বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে একাকী সে তার ঘড়ে ঘুমতে যায়।সকাল বেলা তার স্ত্রী শাখিলা বেগম ঘুম থেকে উঠার জন্য ডাক দিয়ে দরজা ধাক্কা দিলে ঘরের তীরের সাথে তার স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।রাত ১২ থেকে সকাল ৬টার মধ্যে যে কোন সময় সে গলায় ফাঁস দিতে পারে বলে অনেকে ধারণা করছেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।এঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে