সৈয়দ সময়
আমি মানুষ, সময়ের কলমে জেগে উঠা এক বিস্ময়,
যেখানে শব্দ নয়, হৃদয় কথা বলে,
নয়ন জলে আঁকা প্রতিটি অক্ষর,
প্রেম ও প্রতিবাদের এক মহাকাব্য আমি।
আমি লিখিনি খালি কাগজে,
লিখেছি অত্যাচারিতের আর্তনাদে,
লিখেছি গুম হওয়া সন্তানের মায়ের স্তব্ধ চাহনিতে,
লিখেছি সেই ভোট চুরির রাতে চুপচাপ দাঁড়িয়ে থাকা গণতন্ত্রের শবযাত্রায়।
আমি কবিতা নই শুধু আমি দ্রোহের আগুন,
যে আগুন পুড়িয়ে দেয় কালো টাকার অট্টালিকা,
পাপের প্রাসাদ, ক্ষমতার গজদন্ত মিনার,
আমি শপথ করে বলি
ভোট চোর, যুদ্ধবাজ, গুজববিক্রেতা, দখলদার
তোমাদের ঠাঁই নেই আমার কাব্যের পাতায়।
আমি প্রেম লিখি, এমন প্রেম যা বুলেট ঠেকায়,
যে ভালোবাসা বোমা ছিঁড়ে ফেলে বুকের শক্তি দিয়ে,
যে ভালোবাসা মুছে দেয় জাতি ধর্ম বর্ণের দেয়াল,
যে ভালোবাসা শিশুর হাসিতে যুদ্ধ থামায়।
আমি বিশ্বাস করি,
মানুষই একমাত্র ধর্ম,
মানুষই একমাত্র স্বপ্ন,
মানুষই একমাত্র সত্য,
মানুষই একমাত্র পৃথিবীর পরম শান্তি।
আমি কবি
কবি’র কলমে কেউ কাঁদে, কেউ জাগে, কেউ বিদ্রোহ করে,
আমার কবিতা পড়ে এক শতাব্দী পরে
এক শিশুর চোখ জ্বলে উঠে নতুন পৃথিবীর আশায়।
আমি একটি নীরব বিপ্লব
যা শেখায় ভালোবাসো, প্রতিবাদ করো, বাঁচো হৃদয় নিয়ে।
যা বলে, মায়া হারায় না, যতই পাপের ছায়া ঘনিয়ে আসুক।