মোঃ কাইয়ুম বাদশাহ মধ্যনগর, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে আয়োজিত এ সভায় রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ধর্মপাশা উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালিব খান। তিনি বলেন, “হাওর অঞ্চলের উন্নয়ন ছাড়া সুনামগঞ্জের উন্নয়ন সম্ভব নয়। কৃষককে রক্ষা করতে হবে, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও লুটতরাজের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবে হায়াত। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও সদস্য কামাল হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ও মোশাহিদ তালুকদার, সাবেক জেলা বিএনপি নেতা মামুন ওর রশীদ শান্তু, আফজাল হোসেন স্বপন, মাহবুবুর আলম হাদিস, ফারুক আহমেদ, জেলা পরিষদ সদস্য চন্দ খান, যুবদল নেতা আরাফাত রহমান খান তানভীর, চামারদামী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।এছাড়া বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মোক্তার হোসেন এবং ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম।সভা শেষে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালিব খান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন।সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন