দেশের পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ভুয়া তথ্য বিদেশে পাচারসহ ছাত্র-শ্রমিক-জনতা হত্যা মামলার আসামিদের পুনর্বাসনের অভিযোগ তুলে আমিরুল হক আমিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৬ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় এলাকায় এই কর্মসূচী পালন করেন তারা। এসময় অন্তত ২ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে শ্রমিকরা বলেন, ‘এই আমিরুল হক আমিন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা তথ্য বিদেশি ক্রেতাদের কাছে সরবরাহ করছে। ফলে দেশের শিল্প কারখানা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশী ক্রেতারা। আমিরুল হক আমিনের এই তৎপরতা চলতে থাকলে দেশের প্রায় ৫০ লাখ শ্রমিক বেকার হবে। একই সাথে প্রায় দুই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত আমিরুল হক আমিনের এসব কর্মকান্ড তদন্ত করে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান শ্রমিকরা।মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ বলেন, ‘আমিরুল হক আমিন দেশের শিল্পকে ধংস করার পায়তারা করছেন। তিনি শিল্পের তথ্য বিদেশে পাঁচার করে শিল্পখাতকে হুমকির মুখে ফেলছেন। তার বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতা হত্যা মামলার আসামিদের পুনর্বাসনের অভিযোগ রয়েছে। এছাড়া নারী নির্যাতনসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তিনি। দেশের শিল্পকে বাঁচাতে হলে এখনই আমিরুল হক আমিনের মতো চক্রান্তকারীকে আইনের আওতায় আনা জরুরি। আমি দেশের প্রশাসনকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলো তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবি জানাই।বিক্ষোভ ও মানববন্ধনে হেসং কোরিয়া, মেগা ইয়ার্ন ডাইং মিলস, মাছিহাতা সোয়েটার শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও সাচ্চন কোম্পানি বিডি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।