আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির শিকার হওয়া ব্যক্তির অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী সহ এক সহযোগী চাঁদাবাজকে আটক করা হয়েছে।১৫ আগস্ট শুক্রবার গভীর রাতে উপজেলার কালিকাপুরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।এসময় চাঁদাবাজির অভিযুক্ত চাঁদাবাজ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও সহযোগী চাঁদাবাজ মোনায়েম খান এর কাছ থেকে চাঁদাবাজির ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।যৌথ বাহিনীর দাবি অভিযানের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আরও তিনজন চাঁদাবাজ পালিয়ে গেছে।পালিয়ে যাওয়া চাঁদাবাজরা হলো পানেল মিয়া,মো:রোকন ও নির্জন মিয়া।এসব চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তারা।