নওগাঁর মান্দা উপজেলা দিয়ে প্রবাহিত আত্রাই নদীর একটি বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকে পড়েছে নদীর পানি। শনিবার সকালে মান্দা উপজেলার তালপাতিলা এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে যায়।এতে তালপাতিলা, চকবালু, এবং চকরামপুরসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে, ফলে দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। তবে ইতোমধ্যেই পানি কমতে শুরু করেছে।স্থানীয়রা জানায়, গত বছরও একই স্থানে বাঁধ ভেঙ্গে ছিল। মাস খানেক আগে মেরামত করা হলেও নদীর পানি বেড়ে যাওয়ায় এটি আবার ভেঙ্গে গেছে। বেড়ি বাঁধ ভাঙ্গার খবর পেয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত বাঁধ মেরামতের আশ্বাস দেন। পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, শনিবার দুপুর ১২টা পর্যন্ত আত্রাই নদীর জোত বাজার পয়েন্টে পানি বিপদ সীমার ৩৭ সেন্টিমিটার এবং রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, ছোট যমুনা ও পুনর্ভবা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও তা বাড়ছে।আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মান্দা উপজেলার চকরামপুর, উত্তর চকরামপুর, কয়লাবাড়ী এবং তালপাতিলাসহ প্রায় ১০টি বেড়িবাঁধকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের লক্ষ্মীরামপুর, আয়াপুর এবং মিঠাপুরসহ ২০টি পয়েন্টকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।