সৈয়দ সময় ,নেত্রকোনা :
গৌরীপুর উপজেলা ৪ নং মাওহা ইউনিয়নে নহাটা স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে । ১৩ আগষ্ট উদ্ভোধন থেকে এই ফুটবল টুর্নামেন্ট প্রথম রাউন্ডে কড়েহা ব্রাদার্স এফসি ও ঝলমলা ইলেভেন স্টার মধ্যে খেলায় ২-১ গোলেবিজয়ী হয় কড়েহা ব্রাদার্স এফসি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং মাওহা ইউনিয়নের বিএনপি’র ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার সুধীজনেরা ।কড়েহা ব্রাদার্স এফসি ক্লাবের টিম ম্যানেজার আমিনুল ইসলাম শাহীন জানান , দীর্ঘদিন পর এলাকায় খেলাধূলার চর্চা শুরু করেছে বিএনপি । এতে করে শিক্ষার্থীরা খেলাধুলায় মনোনিবেশ বাড়ছে । গৌরীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহম্মদ তায়েবুর রহমান হিরনের নির্দেশনায় ও সহযোগীতায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ।প্রতিটি খেলায় উপচে পড়া দর্শকের উপস্থিতি লক্ষ্য করার মতো । খেলায় ১৬ টি টিম অংশগ্রহণ করে