নওগাঁয় ফকিন্নী নদীর ব্রীজ থেকে পানিয়ে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া সিদ্দিকুর রহমান (১৪) নামে কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ১৭ আগস্ট বেলা সারে ১১টার দিকে নওগাঁর মান্দা উপজেলার চকশৈল্যা বাজার সংলগ্ন ব্রিজ থেকে নদীর পানিতে ঝাঁপদিয়ে নিখোঁজ হয় সে। খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৪ টারদিকে তার লাশ উদ্ধার করে। নিহত সিদ্দিকুর রহমান মান্দা উপজেলার শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। জানা যায়, রবিবার দুপুরের পূর্বে সিদ্দিকুর রহমান ফকিন্নী- রাণী নদীর পাড়ে হাটছিলেন। হঠাৎ করে চকশৈল্যা বাজার সংলগ্ন ব্রিজের উপর ওঠে নদীর পানিতে ঝাঁপ দেয়। এরপর থেকে তাকে অনেক খোঁজা-খুজি করে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযানে নামেন এবং বিকেল ৪ টারদিকে তার লাশ উদ্ধার করে। এঘটনায় নিহতের পরিবার তথা স্বজনসহ এলাকার লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া। এব্যাপারে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিউর রহমান বলেন, রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে মৃতদেহ টি উদ্ধার করে স্থানিয় জনপ্রতিনিধি’র মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।