মোঃ কাইয়ুম বাদশাহ মধ্যনগর সুনামগঞ্জ,প্রতিনিধি,,
ভারতের মেঘালয়ে স্থানীয়দের হাতে অমানবিক নির্যাতনের শিকার হয়ে এক বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তার লাশ সীমান্তে হস্তান্তর করা হয়েছে।রোববার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহিষখলা সীমান্তের মেইন পিলার ১১৮৮ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর সম্পন্ন হয়। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিজিবির পক্ষ থেকে লাশটি কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।নিহত যুবকের নাম মো. আকরাম হোসেন (৩২)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বিভিন্ন অনলাইন মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভারতের মেঘালয়ের কিছু স্থানীয় বাসিন্দা আকরাম হোসেনকে অমানবিকভাবে নির্যাতন করছে। অভিযুক্তদের এখনো শনাক্ত বা আটক করা যায়নি, তবে ধারণা করা হচ্ছে এই নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে