অনলাইন ডেস্ক
গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক শিশুর লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশি হস্তক্ষেপে মৃত্যুর ২২ ঘণ্টা পর দাফন সম্পন্ন হয়।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি গ্রামের মরহুম সুরুজ মিয়ার মেয়ের নবজাতক সন্তান জন্মের কয়েক ঘণ্টা পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। পরে শিশুটির লাশ পারিবারিক কবরস্থানে দাফনের চেষ্টা করা হলে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাধা দেন ইউনুস আলীর ছেলে আইনাল হকসহ কয়েকজন। এ সময় দাফন কাজে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে দু’জন আহত হন।ঘটনার পর মরহুম আমজাদ হোসেনের ছেলে সাইদুর রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় আমিনুল ইসলামের ছেলে মো. উজ্জল হোসেন (৩০), আজিজুল ইসলাম (২৭), ইউসুফ আলীর ছেলে আইনাল হক (৪৫), মো. রনি (১৮), মো. এনামুল হক (৩৫), আমিনুল ইসলাম (৫০) এবং আরও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের কারণেই শিশুর লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে। অবশেষে পুলিশি হস্তক্ষেপে রাত প্রায় ২২ ঘণ্টা পর দাফন সম্পন্ন হয়।তবে আসামি পক্ষের দাবি, তারা শিশুর দাফনে বাধা দেয়নি; বরং জমি বিরোধ নিয়ে বাদী পক্ষ তাদের ওপর হামলা করেছে। তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছে।এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক পিপিএম বলেন, “শিশুর লাশ দাফন নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।