ফেরদৌসী খানম, মানিকগঞ্জ, দৌলতপুর প্রতিনিধি।
মানিকগঞ্জের দৌলতপুরে গত সোমবার (১৮ আগস্ট ) মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মৎস্য অফিসার সুমাইয়া আক্তারের সভা প্রতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে চক মিরপুর ইউনিয়নের সফল মৎস্য চাষী জাতীয় মাছ উৎপাদনে আব্দুল মমিন, কলিয়া ইউনিয়নের সফল মৎস্য চাষী মোহাম্মদ রজব আলিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।