ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও একজন আহতের ঘটনায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঘাতক ট্রাকের চালককে আটক করেছে র্যাব।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, গতকাল সোমবার ১৩ ফেব্রুয়ারী সকাল ১১ টারদিকে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মালীপাড়া নামক স্থানে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ মোট ৫ জন নিহতর ঘটনায় পলাতক ট্রাক চালকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব আরো জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ভোররাতে বগুড়া জেলার দুপচাঁচিয়া এলাকা চালককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ট্রাক চালক হলেন, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মাটিহাস গ্রামের সেকেন্দার আলীর ছেলে। সে গত ৬ দিন যাবত দেশের বিভিন্ন প্রান্তে বিরতিহীনভাবে গাড়ি ট্রাক নিয়ে ছুটে বেড়িয়েছে। পূর্বে সে হেল্পার ছিল। তার প্রাতিষ্ঠানিক কোন ড্রাইভিং প্রশিক্ষণ নেই বলেও জানান র্যাব। এব্যাপারে জয়পুরহাটের ক্ষেতলাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন র্যাব।
উল্লেখ্য- গত সোমবার বেলা ১১ টারদিকে ক্ষেতলাল পৌর এলাকার মালিপাড়া মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ ৪ জন যাত্রী মোট ৫ জন নিহত হোন।
নিহতরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজার এলাকার রবিয়ার ছেলে ও সিএনজি চালক আমজাদ হোসেন (৫০), রইচ উদ্দীন বুলবুল এর স্ত্রী শাহানাজ (৪২), শাখারুন্জ চৌধুরী পাড়া গ্রামের রফিকুলের ছেলে নাফিস (২১), নওগাঁর ধামুরহাট উপজেলার সিরাজুল ইসলাম (৬০) সহ মোট ৫ জন।
দূর্ঘটনার পর থেকে ঘাতক ট্রাকের চালক পলিয়ে ছিলো।