সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুর দুইটায় ভিত্তি প্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি মহিবুল কিবরিয়া তালুকদারের সভাপতিত্বে এবং দাতা সদস্য শামিউল কিবরিয়া তালুকদার ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জন সরকারের পরিচালনায় বক্তব্য দেন, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শামছুল আরেফিন খান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।