সুনামগঞ্জের ধর্মপাশায় ১৭ মার্চ জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১২টার দিকে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময়, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,সহকারি কমশিনার (ভুমি) অলিদুজ্জামান, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান,চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,মোকাররম হোসেন তালুকদার,জুবায়ের পাশা হিমু,গোলাম ফরিদ খোকা,উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী,বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন, ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের বিষয়ে আলোচনা হয়।