প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। আগামী নির্বাচন টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই নির্বাচনে আমরা সবাই নৌকাকে বিজয়ী করার জন্য একসাথে কাজ করব।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় আশুলিয়া থানা আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকীর আয়োজনে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন তিনি।
এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাই চান যে, আওয়ামীলীগের মধ্যে কোন ভেদাভেদ থাকবেনা। সবাই একসাথে এক কাতারে বসে কাজ করবে। আজকে আমি সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। এখানে সবাই উপস্থিত হয়েছেন এটা খুব আনন্দের ব্যাপার। আমরা আশা করি এই আশুলিয়ার মাটি আওয়ামীলীগের ঘাটি হিসেবেই পরিচিত থাকবে। মুক্তিযুদ্ধের বিরোধী কোন শক্তি এখানে দাঁড়াতে পারবেনা। ২০৩১ সালের মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সোনার বাংলাদেশ গড়ার জন্য সফল ভাবে কাজ করে যেতে পারব।
এ আয়োজনে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের সভাপতি ফারুক হাসান তুহিন, থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, দপ্তর সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক মুন্সী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সানাউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মিয়, থানা আওয়ামীলীগের সম্মানিত সদস্য জনাব মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল কাদের জিলানী, আশুলিয়া থানার যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন ভান্ডারী। আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূইয়া, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রত্যাশী মোঃ ফারুক হোসেন। আশুলিয়া থানা ছত্র লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, পোশাক শ্রমিক লীগ, শ্রমিক লীগ, হকার্স লীগ সহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।