নওগাঁয় ২ কোটি ৬২ লাখ টাকা কৃষি ঋণ পেল ৩শ’ কৃষক।
নওগাঁর পত্নীতলায় সোমবার ১২ ডিসেস্বর সকাল ১১ টায় কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে একৃষি ঋণ মেলায় কৃষকদের মধ্যে ঋণ বিতরণের মধ্যদিয়ে এক দিনব্যাপী কৃষি ঋণ মেলার উদ্বোধন করা হয়।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার , মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, অগ্রণী ব্যাংক পত্নীতলা শাখার ব্যবস্থাপক মাহামুদুন্নবী, জনতা ব্যাংকের ব্যবস্থাপক নাজিম উদ্দিন, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক স্বপন হোসেন, পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব, বিআরডিবি অফিসার প্রহ্লাদ কুমার, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ সহ বিভিন্ন দপ্তরের অফিস প্রধান কর্মকতা ও
কর্মচারীসহ সুধিজনরা। পত্নীতলা উপজেলার অগ্রণী, কৃষি, জনতা, সোনালী, ইসলামী, মার্কেন্টাইল, সাউথ বাংলা, পল্লী সঞ্চয় কর্মসংস্থান, বিআরডিবি সহ মোট ১০ টি স্টল খুলে মেলায় অংশ গ্রহণ করেন। এসব ব্যাংকের আওতায় কৃষি খাতে উৎপাদন বাড়াতে কৃষকদের উৎসাহ দিতে উপজেলার প্রায় ৩ শ’ জন কৃষকের মাঝে সরাসরি সহজ শর্তে ও স্বল্প সুদে নগদ ও চেকের মাধ্যমে প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়।