ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তার বাসভবনে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। আজ রোববার দুপুর ১২টা থেকে দুপুর একটা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকে দেশের দেশের বিভিন্ন ইস্যু এবং বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে জানতে চাইলে দেশবাংলা প্রতিদিন কে বলেন বলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম, তাদের সাথে আলোচনা হয়েছে, তবে কি আলোচনা হয়েছে। এ বিষয়ে তিনি কিছু বলেননি।
তবে অন্য দিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম,বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।