এ,এম,সারোয়ার জাহান,নিজস্ব প্রতিবেদক/
সকল কিছুর অবসান ঘটিয়ে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি মিললো।
ঈদের আগেই আগামী ২০ এপ্রিল ২০২৩ থেকে এই মোটরসাইকেল চলাচল করতে পারবে। মঙ্গলবার ১৮ এপ্রিল দুপুরে একনেকের সভা শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারবে । তবে সেতুর মূল লেন দিয়ে নয়, সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলাচল করবে, সেতুতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।
সকলের সুবিধার জন্য মোটরসাইকেল চলার অনুমোদন দেয়া হয়েছে,সবাই যদি নিয়ম মেনে মোটরসাইকেল চলাচল করে, তাহলে ভবিষ্যতে এ নির্দেশনা বহাল থাকবে,, যদি কেও নিয়ম শৃঙ্খলা অমান্য করে মোটরসাইকেল চলাচল করে তাহলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হবে।
গেলো বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। অন্যদিকে, পদ্মা সেতু চালু হওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বিপাকে পড়েন মোটরসাইকেলে ঢাকায় যাতায়াত করা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ, বেশ কয়েকদিন ধরেই তারা পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করার দাবি জানিয়ে আসছেন। সেতু মন্ত্রী বলেন আসা করি সবাই নিয়ম শৃঙ্খলা মেনে মোটরসাইকেল চলাচল করবে পদ্মা সেতু দিয়ে।