দেশের মানুষের বর্তমান নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।বিএনপি নেত্রী খালেদা জিয়া। শনিবার রাতে চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার সাথে বিএনপি’র শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতারা দেখা করতে গেলে। তাদের সাথে এসব কথা বলেছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় নেতাদের নিয়ে খালেদা জিয়ার গুলশানের বাসায় যান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে
বিএনপির মুখপাত্র বলেন
ম্যাডামের সাথে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলাম।আপনারা জানেন আমাদের চেয়ারপারসন কারাগারে যাওয়ার পর থেকে আমাদের সাথে তেমন একটা সাক্ষাৎ হয় না, শুধু ঈদের দিন ম্যাডামের সাথে দেখা হয়। তিনি আরো বলেন আমাদের চেয়ারপারসন এখনো অসুস্থ, তিনি এখনও চিকিৎসাধীন আছেন। মির্জা ফখরুল ইসলাম বলেন বর্তমান মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই উদ্বেগ প্রকাশ করেছেন। এবং সারা দেশে গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন।,
বিএনপি চেয়ারপারসন দেশবাসীর উদ্দেশ্যে কোন বার্তা দিয়েছেন কিনা, দলটির মহাসচিব ফখরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, দেশের মানুষ যেনো ভালো থাকেন। তাদের ভালোর জন্য যা কিছু দরকার তাই যেনো করা হয়
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে দায়ের করা মামলায় সাজা হওয়ার পর থেকে ঈদের দিন নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারছেন না বেগম খালেদা জিয়া। তবে ঈদের দিনে তার সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের সর্বোচ্চ নেতাকর্মীরা
মতবিনিময় কালে। উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস।, আব্দুল মঈন খান, বাবু গয়েশ্বরচন্দ্র রায়
নজরুল ইসলাম খান, বেগম সেলিনা রহমান, আমি খুশি মোহাম্মদ চৌধুরী।
এ.এম.সারোয়ার জাহান/দেশবাংলা প্রতিদিন