শরিফ চৌধুরী, হবিগঞ্জ ব্যুরো প্রধান
মহান মে দিবস উপলক্ষে হবিগঞ্জে আজ ১লা মে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে দিবসটি উৎযাপিত হয়েছে৷ আলোচনা সভায় হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, হবিগঞ্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকবৃন্দ।
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” স্লোগানে আলোচনা সভায় অতিথিবৃন্দ মহান মে দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তার বক্তব্যে বিভিন্ন ন্যায়ানুগ শ্রমিক আন্দোলনে আত্মহুতি দেয়া শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য শ্রমিকদের দক্ষতা অর্জন করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগে সবাইকে আহ্বান জানান।