আল এমরান মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলায় স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর করা ও সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত এবং ডাক্তারদের ফি সর্বোচ্চ করাসহ ১১ দফা দাবিতে গণকমিটি মানববন্ধব ও সমাবেশ করেছে।
আজ বৃহস্পতিবার (৪ মে ) সকাল ১১টার দিকে চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, গণকমিটির যুগ্ম আহ্বায়ক এটিএম আনিসুর রহমান ও সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু।
সমাবেশ থেকে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত, ডাক্তারদের ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ, অবৈধ কিনিক বন্ধ, জরুরী মেডিকেল টেস্ট নিশ্চিত, সকল শূণ্যপদে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, সকল ধরনের জরুরী ওষুধ সরবরাহ, অপরেশন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা ও রোগীদের খাবারের মান উন্নত করা এবং হাসপাতালে সকল ধরনের দুর্নীতি বন্ধসহ ১১ দফা দাবি জানান হয়।
বক্তারা বলেন, জেলায় চিকিৎসা েেত্র চরম নৈরাজ্য চলছে। সরকারি হাসপাতালে চিকিৎসা অপর্যাপ্ত। ডাক্তার, নার্স, মেডিকেল টেকনিশিয়ানসহ রয়েছে লোকবল সংকট। ওষুধ, টেস্ট, অপারেশনসহ বেশিরভাগ চিকিৎসা সেবা হাসপাতালের বাইরে থেকে নিতে হয়। উপজেলা পর্যায়েও সেভাবে কোন চিকিৎসা সেবা পাওয়া যায় না। কমিউনিটি কিনিক আছে কিন্তু সেখানে কোন ডাক্তার থাকেন না, প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। অন্যদিকে ব্যাঙের ছাতার মতো অবৈধ কিনিক গজিয়ে উঠেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার অপর্যাপ্ততার কারণে রোগীরা এসব কিনিকে যেতে বাধ্য হন এবং অপচিকিৎসার শিকার হন।