জেলার আশুগঞ্জ থেকে ৭২ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ৩৭৫ পিস ইয়াবাসহ ০১ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। পাশাপাশি ০১টি সিএনজিও জব্দ করেছে র্যাব।
বৃহস্পতিবার (১১ মে) র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, এর সার্বিক তত্ত্বাবধায়ন ও দিক নির্দেশনায় সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ১০ মে রাত ১১.০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন চরচারতলা ইউনিয়নের চরচারতলার মহরম পাড়ার সোহেল মুন্সির ডগ এরিয়ায় হাজী রফিকুল ইসলাম এর রাইস মিলের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে চান্দুরা আলাদাউদপুর গ্রামের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মোঃ আব্দুর রহমান ওরফে কাদের মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ কানু মিয়া (৩১) কে আটক করেন।
এসময় ধৃত আসামীর দখলে থাকা সিএনজি তল্লাশী করে ৩৬ টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৭২ (বাহাত্তর) কেজি মাদকদ্রব্য গাঁজা , ৩৭৫(তিন শত পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। ০১ টি সিএনজি জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন