আশিকুর রহমান সৌরভ – নড়াইল ব্যুরো প্রধান।
দেশকে ডিজিটাল করার জন্য বতর্মান সময়ে উদ্ভবন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়ের কথা মাথায় রেখে ১১-০৫-২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসন নড়াইল এর বাস্তবায়নে উপজেলা পর্যায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তি প্রদর্শনী ও সেমিনার -২০২৩ আয়োজন করা হয়। এই সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিজাম উদ্দিন খান নিলু – চেয়ারম্যান, উপজেলা পরিষদ নড়াইল সদর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাদিয়া ইসলাম উপজেলা নির্বাহী অফিসার নড়াইল সদর। অনুষ্ঠানটিতে সরকারি ও বেসরকারি সংস্থা মিলে মোট ১০ টি স্টল দেওয়া হয়। অনুষ্ঠানটি বাস্তবায়নে উপজেলা প্রশাসন নড়াইল এক অগ্রণী ভূমিকা পালন করেন। অনুষ্ঠানটি সকাল ১০ টা হতে বিকাল পযর্ন্ত অনুষ্ঠিত হয়।