ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি
শেখ হাসিনার বারতা, নারী – পুরুষ সমতা, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় বিশ্ব মা দিবস উপলক্ষে রবিবার সকাল ১১ টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা কানম। এতে বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সাংবাদিক সালেহ আহম্মেদ, ধর্মপাশা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক হেলেনা জাহাঙ্গীর প্রমুখ