আহসান হাবীব নাহিদ সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে দীর্ঘ কয়েকপুরুষের চলাচলের রাস্তা বাদ দিয়ে এক দিনমজুর ভ্যান চালকের বসতভিটার উপর দিয়ে রাস্তা নির্মান চেষ্টার অভিযোগ উঠেছে।
এঘটনায় চরম দূর্ভোগে জীবনযাপন করছেন উপজেলার ৫ নং ফরিদপুর ইউনিয়নের বদখাঁ গ্রামের স্থানীয় বাসিন্দা জায়েদুল শেখ।
এব্যাপারে তিনি সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ১৪মে রবিবার সুষ্ঠু সমাধান চেয়ে একটি লিখিত আবেদন করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, দীর্ঘ কয়েক পুরুষের চলাচলের কাচা রাস্তায় ইটের হিয়ারিং এর কাজ করার লক্ষে বক্স খোরা হলে অজ্ঞাত কারণে হঠাৎ ঐরাস্তার উপরে একজন টিনের ঘর নির্মান করেন।
পরে পূর্বের রাস্তা বাদ দিয়ে দায়ীত্বপ্রাপ্ত ঠিকাদার অভিযোগকারী জায়েদুল শেখ এর বসতবাড়ির ভিতরদিয়ে রাস্তা নির্মানের কথা জানান। সেলক্ষে কাজও শুরু করেন।
এর আগে সরকারি সার্ভেয়ার কতৃক রাস্তার সীমানা নিধারণ পূর্বক সিডিউল মোতাবেক ১০ ফুট রাস্তা বের করেন। সে অনুযায়ী বাড়িটি রাস্তার উক্ত ১০ ফুট বাহিরে অবস্তিত। তার পরও অজ্ঞাত কারণে অবৈধভাবে মূল রাস্তা বাদ দিয়ে অসহায় ভ্যান চালকের বসতবাড়ির ভিতর দিয়ে রাস্তা নির্মান করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী জায়েদুলের।
এ ব্যবপারে জায়েদুল শেখ বলেন, আমার বাড়ির সংলগ্ন রাস্তার ইটের হিয়ারিং রাস্তার কাজ চলমান রয়েছে। রাস্তার বক্সের কাজ খোরা হলে আমার বাড়ির অপরদিকে বাড়ীওয়ালা বাধা প্রধান করে রাস্তার উপর বাড়ি করেন। সরকারি সার্ভেয়ার কতৃক রাস্তার সীমানা নির্ধারণ পূর্বক সিডিউল মোতাবেক ১০ ফুট রাস্তা বের করেন।
তিনি বলেন, আমার বাড়িটি রাস্তার উক্ত ১০ ফুটের বাহিরে অবস্তিত। কিন্তু এখন তারা বলছেন আমার বাড়ির ভিতর দিয়ে রাস্তা হবে।
পূর্বের রাস্তা বাদ দিয়ে আমার বাড়ির ভেতর দিয়ে রাস্তা কেনো হবে?
এসময় এঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানান ভুক্তভোগী ঐ পরিবার ও এলাকাবাসী।
রাস্তার সীমানা নির্ধারণে মাপার সময় সঠিক নিয়মে মাপা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে সার্ভেয়ার গিয়েছিলেন। তারা বিষয়টি ভালো জানেন।
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, বিষয়টি সমাধানের জন্য আমি সার্ভেয়ার হিসেবে তিনবার গিয়েছি। পরে স্থানীয় আমীন দ্বারা মেপে রাস্তার সীমানা পূনর্নির্ধারণ করা হয়।