গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যুরো প্রধান
জেলার আখাউড়া রেলওয়ে স্টেশন ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে এক নারী যাত্রীর স্বর্ণের চেইন খোয়া গেছে।
বুধবার রেলওয়ে স্টেশন এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ সন্দেহভাজন তিন নারীকে ট্রেন থেকে আটক করেছে।
জানা যায়, পৌরশহরের রাধানগর ঘোষপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শরীফা বেগম ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়োজনীয় কাজ করতে তার স্বামী ও এক কন্যাকে সঙেগ্ নিয়ে রেলওয়ে স্টেশনে আসেন। সকালে ১ নম্বর প্ল্যাট ফরমে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি দেন। এ সময় তিনি সবাই নিয়ে এক সঙ্গে একটি বগিতে উঠেন। ট্রেনে উঠার সময় দরজার মধ্যে প্রচণ্ড ভিড় থাকায় সুকৌশলে শরীফা বেগমের গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চোরচক্ররা। হঠাৎ করে শরীফা বেগম তার গলায় চেইন দেখতে না পেয়ে ঘটনাটি ট্রেন যাত্রীদেরকে জানায়। এ সময় যাত্রীদের সহযোগিতায় রেলওয়ে পুলিশ সন্দেহভাজন তিন নারীকে আটক করে।
আখাউড়া রেলওয়ে খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম হোসেন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্টেশনের সি সি ক্যামেরায় আটককৃতদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। স্বর্ণের চেইন উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানান।