বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে মানববন্ধন। ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে উপস্থিত হয়ে ভাষণ দেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, তিনি বলেন এই ভোট চুর সরকার জনগনকে তোয়াক্কা না করে নিজেরা লোটপাটে ব্যস্ত, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আজ দেশের মানুষের নাগালের বাইরে, এই সরকার বিএনপিকে দমানোর জন্য নেতা কর্মীদের অন্যায়ভাবে মামলা দিয়ে যাচ্ছে, আমাদেরকে শান্তি পূর্ণভাবে সমাবেশ করতে দেয়া হচ্ছেনা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ডাঃ জোবাইদা রহমানকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেপ্তারি পরোয়ানাজারি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, সরকারকে বলতে চাই পদত্যাগ করে নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশের মানুষেকে মুক্তি দিন, তিনি আরো বলেন শত বাঁধার মুখেও বিএনপির সবগুলো সমাবেশে প্রমাণ হয়, দেশের মানুষ আর এ সরকারকে চায়না, শেখহাসিনা বলতেছেন দেশে নাকি দুর্ভিক্ষ আসতেছে,আমি বিএনপির পক্ষ থেকে বলতে চাই, আপনারা কেয়ার টেকার সরকারের অধীনে একটি নির্বাচন দেন, আমি আওয়ামীলীগকে চ্যালেঞ্জ দিয়ে বললাম সেই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত
হয়ে বেগম খালেদা জিয়া আসবে, বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ থাকবেনা। দেশের মানুষ তার অধিকার ফিরে পাবে, মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে। মানববন্ধনে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।