জেলার সদর থানাধীন নন্দনপুর থেকে অভিনব কায়দায় মিনি-ট্রাকের বডির নিচে চেসিসের ভিতরে রেখে ২৬,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে ০২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। ০১টি মিনি-ট্রাকও জব্দ করা হয়।
শুক্রবার(১৯ মে) সকালে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ১৮ মে বিকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন নন্দনপুর বিসিক শিল্পনগরীর মেসার্স আপন মেজর ফ্লাওয়ার মিল এর সামনে ব্রাহ্মণবাড়িয়া হতে বিশ্বরোডগামী লেনের উপর বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বুড়িপুকুর গ্রামের নুরুল আফসারের ছেলে আসামী আবু সাইদ আকিব (২৬)
এবং বান্দরবান জেলার লামা উপজেলার হারগাজা(০২ নং ওয়ার্ড) এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ হেফাজ উদ্দিন(২২) দেরকে আটক করে। এসময় ধৃত আসামীর দখলে থাকা একটি মিনি ট্রাক তাল্লাশীকালে অভিনব কায়দায় মিনি-ট্রাকের বডির নিচে চেসিসের ভিতরে রক্ষিত ২৬,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ গ্রাম ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট ও নগদ ২০০০/- (দুই হাজার) টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।