আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জে ক্রীড়া পরিদপ্তরের ইনোভেটিভ আইডিয়া “ফ্লিক” এর আওতায় কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নারী হকি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ মে) কিশোরগঞ্জ সদর উপজেলার আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এখলাছ উদ্দিন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া এম.এ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক কামরুজ্জামান প্রমুখ।
৭ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে ৪০ জন নারী হকি খেলোয়াড়দের নিয়ে একদিনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।