আল এমরান মাগুরা প্রতিনিধি
সংবিধান ধ্বংস করে তালেবানি শাসন আনার অপরাজনীতি রুখে দাও-এই শ্লোগানকে সামনে রেখে আজ(২৭মে)শনিবার বিকেল ৪টায় স্থানীয় নোমানী ময়দানে জেলা জাসদ জনসভা অনুষ্ঠিত হয়। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
তিনি বলেন, বলেন, বাংলার জনগণ নিরপেক্ষ নির্বাচন চায়, যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ ঠেকাতে পারবে না।বিএনপি নির্বাচনের আগেই ক্ষমতা নিশ্চিত করতে চায় ।
মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফনির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কার্যকরি সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম, সহ-সভাপতি আফরোজা হক রীনা এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম, ওবায়দুর রহমান চুন্নু এবং জনসভার প্রধান বক্তা হিসেবে জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম বক্তব্য রাখেন।
এছাড়া জনসভায় মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, যুগ্ম সম্পাদক খুরশীদ হায়দার টুটুল, জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তিসহ ১৪ দলের নেতৃবৃন্দ।
জনসভার শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন মাগুরা সুরসপ্তক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।
তাং ২৭.০৫.২৩ইং
আল এমরান,মাগুরা
মাগুরায় জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ানশীপ ২০২৩ এর শুভ উদ্বোধন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় জে এফ এ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ানশীপ ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে।
আজ (২৭ মে) শনিবার বিকাল ৪টায় স্থানীয় আছাদুজ্জামান স্টেডিয়ামে এ ফুটবল খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু ও মাগুরা জেলা ক্রীড়া
সংস্থার সাধারন সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।
মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠিত মাগুরা ভ্যানুর মহিলা ফুটবল চ্যাম্পিয়ানশীপে মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গার মহিলা ফুটবল দল অংশগ্রহন করছে।
উদ্বোধনী খেলায় যশোর মহিলা ফুটবল একাদশ ৬-০ গোলে নড়াইল মহিলা ফুটবল একাদশকে পরাজীত করে। দলে পক্ষে সামিয়া খাতুন জান্নাত ৫টি ও সুমাইয়া খাতুন ১টি গোল করে জয় ছিনিয়ে আনে।
আগামী ২৯ মে মাগুরা ভ্যানুর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।