আব্দুর রউফ ভূঁইয়া কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এস আই মোঃ মকবুল হোসেন সঙ্গীয় ও অফিসার ফোর্সের একটি টিম গত ২৯ মে রাত
০৯.২৫ ঘটিকার সময় ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ কিশোরগঞ্জ সদর থানাধীন যশোদল কালিকাবাড়ী সাকিনের লাকিমোড়ে ইদ্রিস আলীর মুদি দোকানের সামনে পাকা রাস্তায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ শরিফ মিয়া ওরফে দেওয়ান (২২), পিতা- মোঃ মিলন মিয়া, সাং- স্বল্পমারিয়া, ২। জসিম উদ্দিন ওরফে আলী (৩৬), পিতা- মৃত আমির আলী, সাং- যশোদল বানিয়াকান্দি, উভয় থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জদ্বয়কে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক রাত্রি ০৯.২৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায় এই ঘটনায় গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।