আহসান হাবীব নাহিদ সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বকসিগঞ্জ বাজারে পশ্চিম পার্শ্বে অবস্থিত তসলিম উদ্দিন বিদ্যা নিকেতনের পরিচালাক রুহুল আমিন কর্তৃক রুম বন্ধ করে চতুর্থ শ্রেণির ছাত্র ছাব্বির হোসেন জীম(১০)ও অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া মিম(১৩) কে অন্যায় ভাবে বেধরক মারপিট করার প্রতিবাদে ৪ জুন সকাল ১০টায় সর্বস্তরের ছাত্র ছাত্রী ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় ছাত্র মোঃ সজীব সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন (অবসরপ্রাপ্ত) শিক্ষক মোঃ সাইফুল ইসলাম মধু,ভাতগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ রেজাউল করিম, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, এলাকাবাসী মোঃ জাহাঙ্গীর কবির প্রমূখ।
এছাড়াও সকল ছাত্র ছাত্রী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে তসলিম উদ্দিন বিদ্যা নিকেতনের পরিচালাক রুহুল আমিন কর্তৃক অন্যায় ভাবে ছাত্র ছাত্রীদের রুম বন্ধ করে নির্যাতনের জন্য তাকে আইনের আওতায় এনে বিচারের জোর দাবী জানান।