আব্দুর রউফ ভূঁইয়া ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সোমবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে র্্যালীটি সমাপ্তি করে। পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান। জেলা সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপস এ্যান্ড ক্রাইম) আল আমিন হোসাইন। সভায় পরিবেশ দিবস ২০২৩ এর প্রতিপাদ্য বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ।দিবসটি উদযাপনের অংশ হিসাবে সভায় ইতোপূর্বে আয়োজিত চিত্রাঙ্কন প্রতি যোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও সভায় সচেতন নাগরিক সমাজ, সাংবাদিকবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, জেলা স্কাউট, রোভার সদস্য সক্রিয় অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ এর পরিদর্শক জনাব নয়ন কুমার রায়।
সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক, কিশোরগঞ্জ এবং পুলিশ সুপার, কিশোরগঞ্জ কে পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ এর পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।