আব্দুর রউফ ভূঁইয়া ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে র্্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ১। শফিকুজ্জামান রুবেল (২৬), ০২। শাকিল (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীদের কে আটক করেছে র্্যাব সদস্যরা।
শনিবার ১০ জুন সকাল ১১ ঘটিকার সময় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আকবর নগর বাজার এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় তাদের কে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩৯১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মধ্যে ১। শফিকুজ্জামান (২৬) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চারআনি পাড়ার হাফিজ উদ্দিন এর ছেলে এবং ২। মোঃ শাকিল (১৯) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কান্দাপাড়া শিবপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
র্্যাব জানায় শনিবার ১০ জুন র্্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পে কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে ভৈরব ক্যাম্পের র্্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীদের কে আটক করে এবং তাদের নিজ হাতে বের করে দেওয়া ৩৯১৫ পিস ইয়াবা ট্যাবলেট,দুইটি মোবাইল ফোন,নগদ ২৮০০ টাকা উদ্ধারপূর্বক সকাল ১১ ঘটিকায় জব্দ করেছে। এ বিষয়ে র্্যাব জানায় আটককৃত মাদক ব্যবসায়ীদের কে র্্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্্যাবের কাছে তাদের অপরাধের কথা স্বীকার করেছে। স্থানীয় লোকজনের মতে, আটককৃত মাদক ব্যবসায়ীদের এহেন কর্মে এলাকার বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্রসহ যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল।
র্্যাব-১৪ সিপিসি-২ এর উপ পরিচালক,কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার মাহমুদ খাঁন সংবাদ মাধ্যম কে এই তথ্য নিশ্চিত করে জানান এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াদিন রহিয়াছে । তিনি আরো জানান মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্্যাবের অভিযান অব্যাহত রহিয়াছে, ইহা চলমান থাকবে।