আব্দুর রউফ ভূঁইয়া ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে চাঁন মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার ১৩ জুন দিবাগত রাত ১০.১৫ মিনিটের সময় ভৈরব উপজেলার কালিকা প্রসাদ বিসিক শিল্প নগরী এলাকায় মাদক দ্রব্য গাঁজা বিক্রয় করার সময় তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া (৫৫) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আমলাপাড়া এলাকার মৃত মালু মিয়ার ছেলে ।
পুলিশ জানায় গত মঙ্গলবার ১৩ জুন দিবাগত রাত ১০:১৫ মিনিটের সময় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো: জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ীর নিজ হাতে বের করে দেওয়া ১২ কেজি গাঁজা উদ্ধারপূর্বক রাত ১০.৫০ মিনিটের সময় জব্দ করে।
এই বিষয়ে পুলিশ জানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশ কে জানায় তিনি দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জের ভৈরব এলাকা ছাড়াও আশেপাশের এলাকাগুলোতে বিক্রয় করে আসছিল।
পুলিশ আরো জানায় এই ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।