শহিদুল ইসলাম জি এম মিঠন, নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক পূর্বক চোরাই ভ্যানের মালামাল উদ্ধার করেছে মহাদেবপুর থানা পুলিশ।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন জানান, গত ১২ জুন সকাল ১০ টারদিকে মহাদেবপুর উপজেলা সদরের পোস্ট অফিসের সামনে পাকা সড়ক থেকে এক দরিদ্র ভ্যান চালকের সংসার চালানোর সম্বল ব্যাটারি চালিত একটি অটো ভ্যান চুরি হয়।
ভ্যান চুরির ঘটনাটি দরিদ্র ভ্যান চালক থানা পুলিশকে জানানোর পরই মহাদেবপুর সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) জয়ব্রত পাল এর দিক- নির্দেশনায় ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফ্ফর হোসেন এবং ওসি তদন্ত আবুল কালাম আজাদ এর নের্তৃত্বে থানা পুলিশের চৌকস টিম চুরি যাওয়া ভ্যানটি উদ্ধার সহ জড়ীতদের আটকের জন্য বিভিন্নভাবে তথা-অনুসন্ধান কার্যক্রম শুরু করেন এবং এক পর্যায়ে চোরদের সনাক্ত পূর্বক ১৫ জুন বৃহস্পতিবার পূর্বরাতে নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান পরিচালনা করে উপজেলার ইদ্রাকপুর গ্রামের মৃত সমসের আলীর ছেলে কামাল হোসেন (৪৫) ও কুশারমুড়ি গ্রামের কাজেম উদ্দিনের ছেলে আরিফ হোসেন(৪০) কে আটক পূর্বক আটককৃতদের হেফাজত থেকে চুরি যাওয়া চার্জার ভ্যানের বিভিন্ন খোলা যন্তাংশ উদ্ধার করেন। আটককৃতরা আন্তঃজেলা ভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য।