বাংলাদেশ সরকার তার বৈদেশিক রিজার্ভ থেকে একটি টাকাও নষ্ট করবেনা বিএনপির অপপ্রচারের জবাবে শেখহাসিনা বলেন অযথা রিজার্ভ থেকে কোনো টাকা অহেতুক নষ্ট করবেনা সরকার। যতটুকু খরচ হবে, দেশের মানুষের কল্যাণে,,,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১২,১১,২০২২ খ্রিষ্টাব্দ গেলো শনিবার ১৭হাজার,৫৫৩ কোটি,৪ লাখ টাকা ব্যয়ে প্রায় ২৪ কিলোমিটার ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
আশুলিয়া বাজার সংলগ্ন আয়োজিত এক ভার্চুয়ালি অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দেন, এবং এ্যালিভেটেট এক্সপ্রেস প্রকল্পের উদ্বোধন করেন। শেখ হাসিনা বলেন বিভিন্ন রাজনৈতিক দল শুধু রিজার্ভ নিয়ে মিথ্যা কথা বলেন, এবং জাতিকে শুধু শুধু বিভ্রান্তিতে ফেলে, যারা রিজার্ভ নিয়ে অহেতুক মিথ্যা কথা বলেন, তাদের উদ্দেশ্য আমি বলতে চাই খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলো তখন রিজার্ভ ছিলো ২দশমিক ৯ বিলিয়ন ডলার মাত্র, বর্তমানে এখন রিজার্ভ ৪৮ মার্কিন ডলারে নিয়ে এসেছি। বিশ্ব করোনা ভাইরাসে যেখানে সারা পৃথিবী ধুমড়ে মুচড়ে গিয়েছে, সেখানে আমরা করোনা ভাইরাস মোকাবিলা করতে সক্ষম হয়েছি, আমরা বিনা মূল্যে করোনা ভ্যাকসিন দিয়েছি, যা পৃথিবীর উন্নত দেশ গুলো দিতে পারেনি, বর্তমানে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের জন্য বিশ্ববাজারে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে, আমরা চেষ্টা করছি এই সংকট থেকে বের হয়ে আসার জন্য, অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও চীনের রাষ্ট্রদূত বক্তব্য রাখেন, সেতু সচিব মোঃ মনজুর হোসেন পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন,অন্যদিকে আশুলিয়ায় ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃমোঃ এনামুর রহমান ও স্থানীয় এলাকার গণ্যমান্য রাজনৈতিক সুশীল সমাজের ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।