আব্দুর রউফ ভূঁইয়া ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে মোঃ আবুল বাদশা (৩৮) ও মোঃ ওসমান মিয়া (৪৫)নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ২৩ জুন বিকাল ০৩:৩০ মিনিট ও সন্ধ্যা ০৬:৫৫ মিনিটের সময় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব শ্রীনগর পশ্চিমপাড়া বাউল বাড়ি এবং ভৈরব উপজেলার পঞ্চবটি পুকুরপাড় এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল বিক্রয় করার সময় তাদের কে গ্রেপ্তার করা হয়। এ সময় মোঃ ওসমান মিয়ার নিকট থেকে ০৭ বোতল ফেনসিডিল এবং মোঃ আবুল বাদশার নিকট থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ওসমান মিয়া ভৈরব উপজেলার পঞ্চবটি পুকুরপাড় এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে এবং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আবুল বাদশা ভৈরব শ্রীনগর পশ্চিমপাড়া বাউল বাড়ি এলাকার আতর মিয়ার ছেলে।
পুলিশ জানায় গত শুক্রবার ২৩ জুন জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্র) মোঃ ফারুক আহমেদ, সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীদের কে গ্রেপ্তার করে এবং মাদক ব্যবসায়ীদের নিজ হাতে বের করে দেওয়া ২০০ পিস ইয়াবা ট্যাবলেট,০৭ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক বিকাল ০৩:৩০ মিনিট ও সন্ধ্যা ০৬:৫৫ মিনিটের সময় জব্দ করেছে।
এ বিষয়ে পুলিশ জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে পুলিশকে জানায় তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ক্রয় করে এনে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও আশেপাশের এলাকা গুলোতে বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় কিশোরগঞ্জের ভৈরবে থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ পৃথক পৃথকভাবে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।