সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশে তিন দিন আগে থেকেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় নেতা কর্মীরা দূরদূরান্ত থেকে অবস্থান করে,, বিএনপির স্থানীয় নেতাদের কাছ থেকে জানা যায় সমাবেশের আগে থেকেই পরিবহন ধর্মঘট থাকার কারণে সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়ন থেকে পায়ে হেঁটে জনসভায় উপস্থিত হন,বিএনপির আজকের সমাবেশে চারদিকে নেতা কর্মীরা অবস্থান নেন। এককথায় পুরো সিলেট বিএনপির দখলেই ছিলো, সমাবেশের সভাপতিত্ব করেন জেলা সিলেট বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সমাবেশ সঞ্চালনায় ছিলেন সিলেট জেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, এবং সিলেট মহানগর জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য সচিব মিফতাহ চৌধুরী। আজকের সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে ভয় পায়,প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, সিলেটবাসী আপনারা প্রমান করে দিয়েছেন, আজকের এই সমাবেশকে মহাসমাবেশে রূপান্তর করে , এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে,২০১৪, ও২০১৮ সালের নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় এসে আজ তারা বড় বড় কথা বলে, দেশের মানুষের মৌলিক অধিকার এই ভোট চোর সরকার কেড়ে নিয়েছে,প্রধান অতিথির ভাষণে মির্জা ফখরুল আরো বলেন জ্বালানি তেল ও ভোজ্য তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে,চালের দাম আজ ৮০,কেজি, বিএনপি প্রতিবাদ করতে চাইলেই নেতাকর্মীদের বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলায় ঝরানো হচ্ছে, সভা সমাবেশ হচ্ছে প্রতিটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার কিন্তু সেই গণতান্ত্রিক অধিকার এই ফ্যাসিবাদি সরকার কেড়ে নিয়েছে, আজকে আমাদের গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশ করতে দেয়া হচ্ছে না,মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন দেশের মানুষকে যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে, তার বিচার একদিন এদেশের জনগন করবে,এই ফ্যাসিবাদ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়,পদত্যাগ করে নিরেপক্ষ
সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন আমাদের রাজনৈতিক দলের সকল নেতাদের প্রতি আহ্বান থাকবে আসুন আমরা একসাথে এক হয়ে এই ফ্যাসিবাদী ভোট চোর সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে, জনগণের রাষ্ট্র গড়ে তুলবো। সমাবেশে অন্যান্যদের মধ্যে ভাষণ দেন, জনতার মেয়র ইসরাক হোসেন,নিলুফার মনি, আবুল কাসেম আজাদ, ইলিয়াস পত্নী তাহসিন রুশদী লুনা,সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি শ্রাবণ, স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান, স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়,বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,চেয়্যারপারনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির,আরো জাতীয় ওসিলেট
বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,বেলা ১১টায় সমাবেশ শুরু হয়ে বিকেল পাঁচটায় সমাবেশ শেষ হয়,অন্য দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ভাষণ দেয়া শুরু করেন, তার কিছু সময় পর ছাত্রলীগকে দুটো ভাগে মোটরসাইকেল দিয়ে মহরা দিতে দেখা যায়।