আবারো ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য আবেদন করলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিপি)
এর আগে গেলো সোমবার পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন,তবে খুচরা বাজারে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কমিশন। এদিকে পিডিবি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য আবেদন করেছে,পাশাপাশি অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থা গুলোর মধ্যে দুটি আবেদন জমা পড়েছে বলে নিশ্চিত করেছে বিইআরসি আরো বাকি আবেদনগুলো বিকেলের মধ্যে জমা হতে পারে বলে জানিয়েছে, বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল দেশ বাংলা প্রতিদিনকে জানিয়েছেন কমিশনের আবেদনপত্র গ্রহণ শাখায় তিনটি আবেদনপত্র জমা পড়েছে বলে জানানো হয়েছে তবে কোনো আবেদনপত্র এখন পর্যন্ত তারদপ্তরে পৌঁছায়নি, সবার আবেদন জমা হলে তা যাচাই বাছাই করে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিইআরসির সূত্র থেকে জানা গেছে আবেদনে তথ্য প্রমাণাদি ঠিক থাকলে তা আমলে নিবে কমিশন, এরপর একটি কারিগরী মূল্যায়ন কমিটি গঠন করা হবে, কমিটির প্রতিবেদন তৈরীর পর সব পক্ষকে নিয়ে গণশুনানি করা হবে।পরে গণশুনানি পরবর্তী কোনো ব্যাখ্যার জবাব নেওয়া হতে পারে, এরপর আদেশ ঘোষণা করবে কমিশন, সবকিছু প্রসেসিং করতে এক থেকে দেড় মাস লাগবে,নতুন করে ইউনিট প্রতি বিদ্যুতের দাম এক টাকা ৪৭ পয়সা বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আর পাইকারী বিদ্যুতের দাম বেড়েছে প্রতি ইউনিটে ১টাকা ৩পয়সা,,বাকি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর আবেদন প্রস্তুতি প্রায় শেষের দিকে যেকোনো সময় তারা জমা দিতে পারে, সবাই ২০শতাংশ দাম বাড়ানোর আবেদন করবে বলে জানা গেছে, এদিকে ১৪ বছরে বিদ্যুৎতের দাম বেড়েছে ৯ বার, এ সময় পাইকারি পর্যায়ে ১১৮ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ৯০শতাংশ দাম বেড়েছে
বিদ্যুতের,সর্বশেষ দাম বাড়ানো হয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ওই সময় পাইকারি দাম বাড়ানো হয় ৮দশমিক ৩৯ শতাংশ, একি সময় খুচরা পর্যায়ে দাম বাড়ানো হয় ৫দশমিক ৩শতাংশ।